আদিবাসীদের পাশে থাকার বার্তা দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আদিবাসীদের পাশে থাকার বার্তা দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ

হরি ঘোষ, দুর্গাপুরঃ রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার থেকে জঙ্গল মহল উৎসব শুরু হল কাঁকসার কুলডিহায়। উদ্বোধন করলেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, দুর্গাপুরের মহকুমা শাসক শেখর কুমার চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। এদিন মন্ত্রী স্বপন দেবনাথ বলেন রাজ্যের পাশে আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। জঙ্গল মহল উৎসবে বহু স্বনির্ভর গোষ্ঠীর হাতের তৈরি হস্তশিল্পের সম্ভার রয়েছে। উপকৃত হবেন বহু মানুষ। আদিবাসী মানুষদের পাশে রাজ্য সরকার। আদিবাসীদের গানকেও সম্মান দিয়েছে মুখ্যমন্ত্রী। পশ্চিম বর্ধমান জেলার সমস্ত ব্লকের আদিবাসীদের ছাগল, মুরগী দেওয়ার কথা জানালেন তিনি।