নিজস্ব সংবাদদাতাঃ করোনাভাইরাস রক্তচক্ষু দেখালেও কলকাতা হাইকোর্ট কঠোর কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলা করতে সায় দিয়েছে। সেখানে ইতিমধ্যে উপচে পড়া ভিড়ের খবর পাওয়া যাচ্ছে। কলকাতা সংলগ্ন জেলা হওয়ায় দক্ষিণ ২৪ পরগনাতেও সংক্রমণের পরিসংখ্যান উদ্বেগজনক। তাই এই জেলার পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই জরুরি বৈঠকে বসলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আজ, শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক ভবনে চলছে বৈঠক। বৈঠকে অভিষেক ছাড়াও উপস্থিত রয়েছেন ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের সাতজন বিধায়ক। তাঁদের কড়া নির্দেশ দিয়েছেন অভিষেক। যাতে কোনও ফাঁক–ফোঁকর না থাকে। করোনাভাইরাস পরিস্থিতি, কলকাতা হাইকোর্টের রায় এবং কি পদক্ষেপ করা হবে তা নিয়েই অভিষেকের রিভিউ বৈঠক। ডায়মন্ড হারবারের জেলাশাসক সহ একাধিক আধিকারিক রয়েছেন বৈঠকে।