করোনার জেরে বন্ধ হয়ে গেল আসানসোলের অস্থায়ী মেলা

author-image
Harmeet
New Update
করোনার জেরে বন্ধ হয়ে গেল আসানসোলের অস্থায়ী মেলা

রাহুল পাসওয়ান, আসানসোলঃ নতুন বছরে আসানসোল সৃষ্টিনগর এলাকার মলের সামনে অস্থায়ী মেলার আয়োজন করা হয়েছিল। রাজ্য সরকারের কোভিড নির্দেশিকা জারি হওয়ার পরেই মল কর্তৃপক্ষের কাছে সেই মেলা বন্ধ করার নির্দেশ আসে প্রশাসনের পক্ষ থেকে। সেই মতো মল কর্তৃপক্ষ ওই মেলার দোকানদারদের কাছে আবেদন করে তারা যেন তাদের দোকান বন্ধ করে দেয়। তারপরই মেলায় আগত দোকানদাররা তাদের দোকান বন্ধ করে জিনিসপত্র নিয়ে ফিরে যান। দোকানদারদের দাবি এই মেলা ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত চলার কথা কিন্তু তার আগেই বিনা নোটিসে এভাবে দোকান বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন তারা। পাশাপাশি কর্তৃপক্ষ জানান যে আজ প্রশাসনের কাছ থেকে নির্দেশ পাওয়া মাত্রই আমরা এই মেলা বন্ধ করে দিয়েছি এবং আগামী দিনে সমস্ত প্রোটোকল মেনে চালানো হবে মল।