নিজস্ব সংবাদদাতাঃ প্রায় ৪ হাজার বছর আগের কথা। ব্যাবিলনের বাসিন্দারা ১১ দিন ধরে একটানা উৎসবের আয়োজন করে নববর্ষকে স্বাগত জানাত। সেই উৎসবের নাম ছিল আকিতু। প্রতিটি দিনই ভিন্ন ভিন্ন রীতির উৎসবের আয়োজন করা হতো সেই সময়। নববর্ষের পাশাপাশি আকিতুকে অশুভ সমুদ্র দেবী তিয়ামাতের বিরুদ্ধে ব্যাবিলনীয় আকাশ দেবতা মার্ডুকের পৌরাণিক বিজয় হিসেবেও উদযাপনের সংস্কৃতি ছিল। এর নেপথ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যও ছিল। ওই সময়ে নতুন রাজাকে মুকুট পরানো হতো কিংবা বিদ্যমান শাসকের কথিত দৈব আদেশের প্রতিকী নবায়ন হতো। সময়কালটা ছিল মার্চ মাসের শেষের দিকে।