নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, আগামী বছর অর্থাৎ ২০২২ সালে বইমেলা হবে। মেলার দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে। তবে করোনা পরিস্থিতি কিছুটা হলেও অবনতি হওয়ার ফলে কলকাতা বইমেলার আকাশে ফের ঘনীভূত আশঙ্কার মেঘ। যদিও বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড জানিয়েছে, প্রস্তুতি পুরোদমে চলছে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে বলেন, "স্টল বুকিং থেকে শুরু করে বইমেলার যাবতীয় প্রস্তুতি চলছে। আমরা করোনা-বিধি মেনেই মেলার আয়োজন করছি।" অন্যদিকে ফের কোভিডের সংক্রমণ বাড়তে থাকায় বইপাড়ার প্রকাশকদের একাংশ কিছুটা হলেও আশঙ্কিত।