নিজস্ব সংবাদদাতাঃ বড়দিনের আনন্দকে গায়ে মেখে উপভোগ করতে প্রস্তুত শহর কলকাতা। ইতিমধ্যেই কলকাতার প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে পার্কস্ট্রিট। আলোর রোশনাইতে কার্যত স্নান করছে গোটা পার্কস্ট্রিট চত্তর। লোকজন-এর ভিড়ও চোখে পরার মতো।
তবে এতো আনন্দের মাঝে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে ওমিক্রন। যদিও সমস্ত কোভিডবিধি মেনেই বড়দিনের উৎসবের প্রস্তুতি নিচ্ছে শহর কলকাতা। তবে কিছু কিছু ক্ষেত্রে অসচেতনতার ছবিও ধরা পড়েছে। ফলত কিছুটা হলেও চিন্তা থেকেই যাচ্ছে। সবমিলিয়ে আপাতত পার্কস্ট্রিটের আলোর রোশনাইতে চাপা পড়েছে ওমিক্রন।