নিজস্ব সংবাদদাতাঃ দেশে যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে, তখন দেশের একাধিক রাজ্যে চলছিল বিধানসভা নির্বাচন। আর এবার ওমিক্রন ভ্যারিয়েন্টকে ঘিরে তৈরি হয়েছে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক। তাই আসন্ন বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জি জানাল আদালত। উত্তর প্রদেশ, গোয়া সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের কাছে সেই সব নির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে এলাহবাদ হাইকোর্ট। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০ ছুঁইছুঁই। এমন পরিস্থিতিতেই নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার একটি মামলার শুনানি চলাকালীন এলাহবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব অনুরোধ করেন যাতে রাজনৈতিক জমায়েত বা সভা না হয়। আগামী বছরে যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে তার প্রচারের জন্য সভা বা মিছিল যাতে না হয়, সরকারকে সে বিষয়ে নজর দেওয়ার কথা বলা হয়েছে। আদালতের তরফে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলি চাইলে সংবাদমাধ্যমে প্রচার চালাতে পারে।