নিজস্ব সংবাদদাতাঃ আরও তিন মাস বাড়ছে কেন্দ্রের গরিব কল্যাণ যোজনার মেয়াদ। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রস্তাব পাস হয়েছে বলে সূত্রের খবর। ফলে মধ্যবিত্তরা আরও তিন মাস বিনামূল্যে রেশন পাবেন। যদিও কেন্দ্রের তরফে সরকারিভাবে এখনও এবিষয় কিছু ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, নভেম্বরেই এই প্রকল্প বন্ধ করে দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। করোনা মহামারীর প্রকোপ এখনও কাটেনি। বহু মানুষের হাতে কাজ নেই। ঘুরে দাঁড়ায়নি অর্থনীতি। আর তাই আরও ছ’মাস এই প্রকল্প চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিল তৃণমূল । আরও ছ’মাস বিনামূল্যে রেশন দেওয়ার আরজি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর সেই আরজি কার্যত মেনে নিল কেন্দ্র। আরও তিন মাস বাড়ানো হল বিনামূল্যে রেশন বিলির মেয়াদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের আগেই কেন্দ্রের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।