নিজস্ব সংবাদদাতাঃ হত্যার অভিযোগে শাস্তি হয়েছিল যুবক কেভিন স্টিকল্যান্ডের। ভুল শাস্তি। ৪৩ বছর পর মুক্তি পেলেন এই কৃষ্ণাঙ্গ বৃদ্ধ। চার দশকের বেশি সময় ধরে বিনা দোষে জেল খাটার পরেও ৬২ বছর বয়সি এই কৃষ্ণাঙ্গকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। মঙ্গলবার বিচারক কেভিনের মুক্তির আদেশ দেন।সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পর কেভিন বলেছেন, 'আমি রেগে নেই। আমি জানি, যথেষ্ট হয়েছে। কিন্তু আপনাদের মধ্যে আমি আবেগ তৈরি করতে পেরেছি। এই ধরনের আবেগ সম্ভবত আপনাদের মধ্যে আগে আসেনি।' কেভিন বলেন, 'আমার আনন্দ, দুঃখ, ভয় সবই হচ্ছে।'