নিজস্ব প্রতিনিধি: ভাঙছে আফগানিস্তান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই অঞ্চল থেকে দফায় দফায় সেনা প্রত্যাহার শুরু করেছেন। তালিবানদের দাবি, তারা দেশের ৩৭০টি জেলার মধ্যে ৯০টি জেলায় নিয়ন্ত্রণ কায়েম করেছে। তবে তা অস্বীকার করেছে আফগান বাহিনী। যদিও মাজার-ই-শরিফের মতো শহর তা্লিবানদের হাতে পড়েছে। আফগান বাহিনী তালিবানদের সমকক্ষ নয় এবং তা বুঝে প্রেসিডেন্ট আসরফ ঘানি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করছেন ভবিষ্যতের রূপরেখা ঠিক করতে।
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=4547/ https://anmnews.in/Home/GetNewsDetails?p=4568
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm