New Update
/anm-bengali/media/post_banners/cauTE8AjYvUs642lqHqs.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ কন্যাকুমারী, দূর্গাপুর নগরে পালিত হল সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস। অফলাইন ও অনলাইন উভয় ক্ষেত্রেই সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে। ৯টি স্থানে শারীরিক কর্মসূচির আয়োজন করা হয় এবং সিএসআইআর-সিএমইআরআই দুর্গাপুরের সহযোগিতায় অনলাইন কর্মসূচির আয়োজন করা হয়। ডঃ হরিশ হিরানি (সিএমইআরআই দূর্গাপুরের পরিচালক) একটি সূচনামূলক ভাষণ দিয়েছিলেন। দূর্গাপুর নগরের প্রবাসী কর্মী সুব্রত মণ্ডল যোগ অধিবেশনের মহড়া, শিথিলকরণ অনুশীলন, আসন এবং প্রাণায়ামের বিষয়ে সকলকে জানান। এই অনুষ্ঠানে মোট ১০৮ জন অংশ নিয়েছিলেন।
আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us