নিজস্ব সংবাদদাতা : আবহাওয়ার বদল ব্যাপক প্রভাব ফেলেছে ফলনে। তার ওপর কীটপতঙ্গের উৎপাত। প্রয়াগরাজ ও কৌশাম্বীর বিখ্যাত গোলাপি পেয়ারা তাই হারিয়ে যেতে বসেছে। বাজারে বিক্রেতাদের কাছেও তা অমিল। অতিবৃষ্টির কারণে দুই জেলার পেয়ারা বাগান এলাকায় পেয়ারা গাছে ফুল ফুটলেও, ফল হলেও তার গুনগত মান ভালো নয়। সুরখা ও সফেদা জাতের বিখ্যাত এলাহাবাদী পেয়ারার উৎপাদনে ব্যাপক প্রভাব পড়ায় বেড়েছে দাম। গাছে যে পরিমাণ পেয়ারা হচ্ছে তার সিংহভাগই নষ্ট।