নিজস্ব সংবাদদাতাঃ বাঙালির শীতকাল থেকে উৎসবকে আলাদা করা খুব কঠিন। হিমের পরশ আসতে না আসতেই শুরু হয়ে যায় উৎসবের পালা। এবারে তাতে নবতম সংযোজন আন্তর্জাতিক বাংলা সঙ্গীত উৎসব। সূত্রের খবর অনুযায়ী, ২০২২-এর শীতে রেড রোডে বসবে আন্তর্জাতিক সঙ্গীতের আসর। বাংলার সঙ্গীতশিল্পীরা সুরের মায়াজাল বুনবেন দেশি-বিদেশি দর্শকদের সামনে। এমনই পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুষ্ঠানের থিম, ‘গাইবে লোকাল, শুনবে গ্লোবাল’।