গোলাপজল মানেই ত্বকে স্নিগ্ধ শীতল অনুভূতির সঙ্গে মনকাড়া সুগন্ধ

author-image
Harmeet
New Update
গোলাপজল মানেই ত্বকে স্নিগ্ধ শীতল অনুভূতির সঙ্গে মনকাড়া সুগন্ধ

নিজস্ব সংবাদদাতাঃ সৌন্দর্যের সঙ্গে গোলাপের সম্পর্ক বরাবরই নিবিড়! আর এই গরমে নিমেষে তরতাজা হয়ে উঠতে গোলাপজলের এক ঝলক হালকা মিষ্টি সুগন্ধই যথেষ্ট! ত্বকের যত্নেও গোলাপজলের ব্যবহার বহুল প্রচলিত। ফেস মাস্কের উপাদান হিসেবে, টোনার বা ফেস মিস্ট হিসেবে গোলাপজল ত্বককে স্নিগ্ধ, আর্দ্র আর সতেজ রাখে। তা ছাড়া টেনশন কাটিয়ে মন হালকা করতেও জুড়ি নেই গোলাপজলের সুবাসের। দেখে নিন আপনার রূপচর্চার কাজে কী কী ভাবে ব্যবহার করতে পারেন গোলাপজল।



মাস্ক লাগানোর আগে



টোনার হিসেবে গোলাপজল



কাটাছেঁড়া, র‍্যাশ কমাতে




শুষ্ক ত্বকের সমস্যায়




স্নানের সময়