অর্থবাজী বা গেমিং নয় পর্ন-এই বেশি আসক্ত পুরুষরা- গবেষণা চমকে দেবে

পর্ন পুরুষদের জন্য অর্থ বা গেমিংয়ের চেয়ে বেশি ফলপ্রসূ হতে পারে।

author-image
Aniket
New Update
fv

File Picture

নিজস্ব সংবাদদাতা: পর্নোগ্রাফির প্রতি আসক্তি বর্তমান সমাজে বহু পুরুষেরই রয়েছে। তবে এবার এক গবেষণায় পর্নোগ্রাফি নিয়ে সামনে এসেছে মারাত্মক রিপোর্ট। হিউম্যান ব্রেইন ম্যাপিং-এ এই গবেষণাটি প্রকাশিত করা হয়। যেখানে দাবি করা হেয়ছে, পর্নোগ্রাফি এবং যৌনতা সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য ইন্টারনেটে গেমিং বা অর্থবাজীর চেয়ে বেশি আসক্তি এবং ফলপ্রসূ হতে পারে। গবেষণাটিতে জানানো হয়েছে যে, একটি মানব মস্তিষ্ক ইন্টারনেট-সম্পর্কিত আসক্তির ক্ষেত্রে ৩ টি জিনিসের ওপর বেশি আসক্ত হয়ে থাকে। যেগুলি হল, পর্নোগ্রাফি, অর্থবাজী এবং ভিডিও গেমিং। গবেষণাটি ৩১ জন পুরুষের ওপর করা হয়, তারা প্রত্যেকেই ১৯ থেকে ৩৮ বছর বয়সী। তিনটি পদ্ধতির মধ্য দিয়ে গিয়ে এই গবেষণার ফল চূড়ান্ত করা হয় এবং জানানো হয়েছে যে অর্থবাজী বা গেমিং নয় ইন্টারনেটে পর্নোগ্রাফিতেই বেশি আসক্ত রয়েছে পুরুষরা।