শব্দযন্ত্রের তাণ্ডবে নাজেহাল কলকাতা, কাঠগড়ায় প্রশাসন

author-image
Harmeet
New Update
শব্দযন্ত্রের তাণ্ডবে নাজেহাল কলকাতা, কাঠগড়ায় প্রশাসন


নিজস্ব সংবাদদাতাঃ প্রযুক্তি ব্যবহার না করে বিধি-ভঙ্গের শরিক হলে রয়েছে কড়া শাস্তির ব্যবস্থা। কিন্তু তা সত্ত্বেও মাইক্রোফোন, লাউড স্পিকার বা ডিজে-র উৎপাত রুখতে ‘সাউন্ড লিমিটর’ লাগানোর প্রযুক্তি যে ব্যবহার করা হয় না, তা ফের প্রমাণ হল আরও একটি কালীপুজোয়। বাজির পাশাপাশি পর পর দু’দিন তারস্বরে বাজতে থাকা শব্দযন্ত্রের যে তাণ্ডব শহর জুড়ে দেখা গেল, তা ফের প্রশ্ন তুলে দিল। বাধ্যতামূলক ভাবে সাউন্ড লিমিটর লাগানোর বিধি বলবৎ করা নিয়ে কি আদৌ কোনও সদিচ্ছা আছে প্রশাসনের? পুলিশই বা এ নিয়ে এত দায়সারা কেন? উঠছে প্রশ্ন।