গরু খুঁটানে মেতে উঠলেন পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলবাসী

author-image
Harmeet
New Update
গরু খুঁটানে মেতে উঠলেন পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলবাসী



নিজস্ব সংবাদদাতাঃ করোনা আর লাগাতার বর্ষণে যেন কিছুটা ফিকে বাঁদনা পরবের অনুষ্ঠানের জাঁকজমক। রাঙিয়ে ওঠেনি বহু ঘরবাড়ি। বাঁদনা পরব উপলক্ষ্যে গরু খুঁটানও হয়নি বহু গ্রামে। পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার জঙ্গল ঘেরা গ্রাম ভ্রমরমারা, সারেঙ্গাশোল, বেলিয়াতে গরু খুঁটানে মাতলেন এলাকাবাসী। গ্রামের ফাঁকা মাঠে মোটা গাছের গোড়া পুঁতে সেখানে গরু বেঁধে তার সামনে মরা পশুর চামড়া ঘুরিয়ে বিরক্তি তৈরি করা হয়। বাজানো হয় ধামসা, মাদল। কালীপুজোর দিন থেকে বাঁদনা পরবের সূচনা হয়। গোয়াল ঘর পরিস্কার করা, গোবর-মাটি দিয়ে নিকানো, গরুদের স্নান করিয়ে শিংয়ে তেল মাখানো হয়। কপালে দেওয়া হয় সিঁদুরের টিপ। গোয়াল ঘরে প্রদীপ জ্বালানো ও আল্পনাও দেওয়া হয়। কালীপুজোর রাতে হয় গরু জাগান। যারা জাগান তাদেরকে অনেকে ঝাগড় দল বলেন। তারা গৃহস্থের গোয়ালে ধামসা, মাদল সহযোগে গান গাইতে বেরোয়। সারা রাত ধরে তাঁরা গ্রামে গ্রামে গান শোনান। গৃহস্থের বাড়িতে তাঁদের পিঠে খেতে দেওয়ার চল রয়েছে।
পরের দিন হয় ‘গোহাল পুজো’। ভাই ফোঁটার দিন গরু খুঁটান উৎসবে মেতে উঠেন মানুষজন।