নিজস্ব সংবাদদাতাঃ উৎসবের মরশুমে দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়তে পারে। এমনকী মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। এমন আশঙ্কা করছিলেন বহু বিশেষজ্ঞই। উৎসবের ভিড় নিয়েও উদ্বেগ কম ছিল না। কিন্তু সেসব উদ্বেগকে অমূলক প্রমাণ করে দেশের করোনা পরিসংখ্যান ক্রমশ স্বস্তির দিকে এগোচ্ছে। প্রায় প্রতিদিনই কমছে আক্রান্তের সংখ্যা। তবে, উদ্বেগ খানিকটা রয়েছে মৃতের সংখ্যায়। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯২ জনের। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৯২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটা আগের দিনের থেকে ১৪.১৪ শতাংশ কম। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৪৪ হাজার ৬৮৩ জন। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার ২৬৫ জন।