কাল থেকে রমজান! বড় বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
আজ তুষারপাত না হলে বড় ক্ষতির থেকে রক্ষা! কোথায় ঘনাচ্ছে আশঙ্কা?
BREAKING: এই রাজ্যে লুকিয়ে ছিল বাংলাদেশী অনুপ্রবেশকারী! অবশেষে পড়ল ধরা! কি কি মিলল?
'জামাত ও খান মার্কেট গ্যাং কেন এত বছর নীরব ছিল ?' ফের বিস্ফোরক নরেন্দ্র মোদি
যত তাড়াতাড়ি সম্ভব বাজেটের ফল পেতে কি করতে হবে বলে দিলেন মোদী!
উত্তরাখণ্ডে তুষারধসে আটক শ্রমিকদের মধ্যে ৪৯ জনকে উদ্ধার ! সামনে এল বড় আপডেট
দিল্লির কনট প্লেসে 'ফ্লাওয়ার ফেস্টিভাল ২০২৫'-এর উদ্বোধন করলেন লেফটেন্যান্ট গভর্নর ভি.কে. সাক্সেনা
বাজেট পরবর্তী ভাষণ! মোদী জানিয়ে দিলেন উন্নয়নের লক্ষ্য
মণিপুরে শান্তি প্রতিষ্ঠায় বড় পদক্ষেপ নিলেন অমিত শাহ !

তালিবান শাসিত আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলবে না অজিরা

author-image
Harmeet
New Update
তালিবান শাসিত আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলবে না অজিরা

নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তান ক্রিকেটের জন্য নভেম্বর মাস ভীষণ গুরুত্বপূর্ণ হওয়ার ছিল। সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, তার পরেই রশিদ খানদের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে খেলার নিশ্চিত ছিল। তবে বিগত কয়েক মাসে তালিবানি দখলে লন্ডভন্ড গোটা আফগানিস্তান, অনিশ্চিত দেশের ক্রিকেট ভবিষ্যতও। এমন অবস্থায় অস্ট্রেলিয়া রশিদদের বিরুদ্ধে টেস্ট বাতিল করলো। তালিবান ক্ষমতার দখল নিজেদের হাতে নিয়েই দেশের মহিলাদের জন্য বিশেষ করে একাধিক ফরমান জারি করে। তাদের ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা জারি করে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই গর্জে ওঠে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় মহিলা ক্রিকেট ভীষণই জনপ্রিয় এবং বরাবরই ক্রিকেট অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেটের উন্নতির জন্য সচেষ্ট। সেখানে মহিলাদের ওপর ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা জারি হওয়ার পরই পুরুষ ও মহিলাদের মধ্যে কোনো ভেদাভেদ না করে সমান সুযোগের দাবি জানায় বোর্ড। অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকেই প্রবলভাবে একে সমর্থন জানানো হয়। আপাতত তেমন কোনো সুযোগ না থাকায় ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়া-আফগানিস্তানের একমাত্র টেস্ট বাতিল করার জল্পনা শোনা যাচ্ছিল। এবার সেই সিদ্ধান্তে সিলমোহর দিল অজি বোর্ড। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ আপতত স্থগিত বলে জানিয়ে দেওয়া হয় তাঁদের তরফে। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া আফগানিস্তান সহ গোটা বিশ্বেই পুরুষ এবং মহিলা, উভয়েরই ক্রিকেটের উন্নতির জন্য সচেষ্ট। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ক্রিকেট অস্ট্রেলিয়ার মনে হয়েছে পরবর্তীকালে অবস্থান আরও পরিস্কার না হওয়া অবধি এই টেস্ট ম্যাচটা বাতিল করা উচিত।’