গালওয়ানের পর লালফৌজ বুঝে গেছে আরও প্রশিক্ষণ দরকারঃ রাওয়াত

author-image
Harmeet
New Update
গালওয়ানের পর লালফৌজ বুঝে গেছে আরও প্রশিক্ষণ দরকারঃ রাওয়াত

নিজস্ব সংবাদদাতাঃ গালওয়ান ইস্যুতে ফের একবার চিনকে এক হাত নিলেন ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত। বিপিন রাওয়াত জানিয়েছেন, গালওয়ান ভ্যালিই শুধু নয়, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রনরেখা বরাবরও চীন তার লালফৌজ সরিয়ে নিয়েছে। মূলত হিমালয়ের পার্বত্য অঞ্চলে লড়াইয়ের জন্য যে ধরনের প্রশিক্ষণ দরকার হয় তা লাল ফৌজের নেই। আর সেটা বুঝেই সেনাবাহিনীর অবস্থান সরাল চীন। ভারতীয় সেনারা এসব দিক দিয়ে অনেক বেশি প্রশিক্ষণপ্রাপ্ত। তাই গত বছর আচমকা হামলা করা হলেও পাল্টা জবাব দিয়েছিল ভারতীয় সেনা। তাতেই পিছু হটেছে লালফৌজ।





আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=4232 /  https://anmnews.in/Home/GetNewsDetails?p=4215

For more details visit www.anmnews.in

Follow us at https://www.facebook.com/newsanm