হরি ঘোষ, জামুড়িয়া: এবার নিখোঁজ পোস্টার পড়ল আসানসোল সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এর বিরুদ্ধে। জামুড়িয়া নাগরিকবৃন্দ-এর তরফ থেকে জারি করা জামুড়িয়া বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায় এই পোস্টারগুলো দেখতে পাওয়া যায়। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জামুড়িয়া ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধন রায় জানান, এই পোস্টার কারা দিয়েছে তারা জানেন না তবে ভোটের সময় বাবুল সুপ্রিয়কে দেখা গেলেও অন্য সময় তাকে দেখতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভোট কিনে পাঁচ বছর দিল্লিতে রাজ করেন বাবুল সুপ্রিয়। করোনা মহামারী, অতিবৃষ্টি, ইয়াসের সময়ও তাকে খুঁজে পাওয়া যায় না। অপরদিকে সাংসদ প্রতিনিধি তথা বিজেপি নেতা সন্তোষ সিং জানান, সাংসদ কার্যালয় থেকে মানুষকে পরিষেবা প্রদান করা হচ্ছে। যেহেতু বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী তাই তাকে একাধিক রাজ্যের দায়িত্ব নিতে হয়। আসানসোলের প্রয়োজনে তিনি সদাসর্বদা মানুষের সঙ্গে রয়েছেন। বাবুল সুপ্রিয়র ভাবমূর্তি নষ্ট করার জন্য এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm