স্ট্রেচ মার্ক দূর করার তেমনই কয়েকটি অব্যর্থ ঘরোয়া উপায়

author-image
Harmeet
New Update
স্ট্রেচ মার্ক দূর করার তেমনই কয়েকটি অব্যর্থ ঘরোয়া উপায়

নিজস্ব সংবাদদাতাঃ সপ্তাহ খানেকের নিয়ম মাফিক কসরতে হয়তো বাড়তি মেদ ঝরিয়ে সুন্দর ছিপছিপে চেহারা পেয়ে গিয়েছেন। কিন্তু মেদ ঝরে যাওয়ার পর নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগিয়ে সহজেই স্ট্রেচ মার্ক দূর করা যায়। জেনে নিন স্ট্রেচ মার্ক দূর করার অব্যর্থ ঘরোয়া উপায়!
১।প্রতিদিন ত্বকের স্ট্রেচ মার্কের উপর আমন্ড অয়েল মাখিয়ে দিন। কয়েক মিনিট রেখে দেওয়ার পর, তা উষ্ণ জলে ধুয়ে ফেলুন। স্ট্রেচ মার্ক সহজেই দূর হবে।
২।প্রতিদিন ত্বকের স্ট্রেচ মার্কের উপর অ্যাপেল সিডার ভিনিগার স্প্রে করুন বা তুলোয় করে আলতো করে মাখিয়ে দিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন নিয়ম করে স্ট্রেচ মার্কের উপর ব্যবহার করুন অ্যাপেল সিডার ভিনিগার। এরপর সকালে সেটি ধুয়ে ফেলুন। দেখবেন স্ট্রেচ মার্ক সহজেই দূর হবে।