মিষ্টি বেশী খেলে টাক পড়ার সম্ভাবনা অল্প বয়সেই

author-image
Harmeet
New Update
মিষ্টি বেশী খেলে টাক পড়ার সম্ভাবনা অল্প বয়সেই

নিজস্ব সংবাদদাতাঃ  আগে  ৪০ থেকে ৫০ বছরের পুরুষদের টাক পড়ার সমস্যা দেখা যেত। কিন্তু বর্তমানে ২০ বছর বয়সেই এই সমস্যা শুরু হচ্ছে যা বাজারের যে কোনো দামী প্রোডাক্টেও সারানো সম্ভব নয়। 



Causes of hair fall in females | Apollo Spectra


মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে এই সম্ভাবনা দেখা যাচ্ছে প্রবলভাবে। এছাড়াও আজকাল সুস্বাস্থ্যের জন্য অনেকেই প্রোটিন পাওডার খেয়ে থাকেন, তাতেও চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে।



Hair loss most common in summer, fall


 জীবনধারার ভুল থাকার কারনে অনেকের থাইরয়েড ধরা পড়ে কমবয়সে, সেই সব মানুষদের টাক পড়ার সম্ভাবনা বাড়তে থাকে ঝড়ের গতিতে। 



All about hair loss, its causes and solutions - Times of India


খাদ্যাভাসের পরিবর্তন না করলে এবং সচেতন না হলে চুল পড়ে যাওয়া আটকানো খুবই কঠিন হয়ে দাঁড়াবে আপনার পক্ষে।