নিজস্ব সংবাদদাতাঃ একুশের পুজোতে নিরাশ উত্তর কলকাতার হাতিবাগানের বিক্রেতারাও। করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানিতে তাদের বিক্রিও বিশাল মাত্রায় কমে গেছে। একজন বিক্রেতার মতে, "আমরা করোনার আগে যেভাবে বিক্রিবাটা করতাম। করোনার পর আর সেই মাত্রায় বিক্রি হয় না। আগের থেকে বিক্রি অনেক কমে গেছে। মানুষ তো বাড়ি বসেই জিনিস কিনে নিচ্ছে"।