পুজোর বাজারে অনলাইন শপিং-এর রমরমা

author-image
Harmeet
New Update
পুজোর বাজারে অনলাইন শপিং-এর রমরমা



নিজস্ব সংবাদদাতাঃ সামনেই পুজো। অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু করোনা বড় বালাই। পুজোর আনন্দে ভাঁটা সেই ২০২০ সাল থেকে। পুজোয় নতুন জামা, নতুন জুতো সবই হয়তো বাঙালি নিয়ম করে পরছে, কিন্তু সেগুলো আর রোজকারের অফলাইন দোকানগুলি থেকে তেমন মানুষ কিনছে না। মানুষ অনলাইন থেকেই বেশিরভাগ ক্ষেত্রে কিনছে নিজের মন পছন্দ জিনিসটি। গড়িয়াহাটের একজন বিক্রেতা বলেন," করোনার আগে আমাদের যেমন বিক্রি হত ২০২০ তে করোনা আসার পর বিক্রি আগের থেকে অনেক কমে গেছে। মানুষ তো এখন আমাদের থেকে অনলাইনের উপরই বেশি ভরসা করছে।"