দুর্গা পুজোয় ডাক না আসায় দুঃশ্চিন্তায় চন্দ্রকোনার ঢাকিরা

author-image
Harmeet
New Update
দুর্গা পুজোয়  ডাক না আসায় দুঃশ্চিন্তায় চন্দ্রকোনার ঢাকিরা

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ  পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার সানকিয়া দাসপাড়ায়  বসবাস  করে ৫৫-৬০ টি  ঢাকি পরিবারের। ঢাক বাজিয়েই  চলে সংসার খরচ। কিন্তু গত দেড় দু'বছর করোনার জেরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিধি নিষেধ জারি রয়েছে,কমে গিয়েছে বিভিন্ন পুজোর বহর।আর এতেই সংকটে চন্দ্রকোনার সানকিয়া দাসপাড়ার এই ঢাকি পরিবারগুলি। বছরের এই একটা সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর দিকে তাকিয়ে থাকেন  ঢাকিরা। এই গ্রামে বর্তমানে ৫৫ জনের উপর ঢাকি রয়েছে,সংখ্যাটা করোনার আগে আরও বেশি ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা অনেকটাই কমে এসেছে। অনেকেই অন্য পেশা বা ভিন রাজ্যে  কাজের সন্ধানে চলে গিয়েছে। প্রতিবছর পুজোর সময় কলকাতা থেকে ডাক পেয়ে গ্রামের সকল ঢাকি ব্যাগপত্র বেঁধে বাসে করে পাড়ি দেয় কলকাতায়।সকলে একসাথে জোট বেঁধে বাড়ি ছাড়ে এবং পৌঁছে যায় কলকাতায়,সেখান থেকে চার পাঁচ জনে ভাগ হয়ে কলকাতার বিভিন্ন পুজো মন্ডপে পৌঁছে যায়। খরচ  বাঁচিয়েও থেকে ১০ হাজার টাকা এক একজন সাথে নিয়ে বাড়ি ফেরে, এরসাথে নতুন পোশাক চাল সহ উপকরণও থাকে। কিন্তু গতবছর করোনা পরিস্থিতির জেরে পুজোয় ডাক পাইনি সানকিয়া গ্রামের ঢাকিরা, এবছর ডাক আসবে নাকি আগের বছরের মতোই অবস্থা হবে তা নিয়ে ঘোর দুশ্চিন্তায় সানকিয়া গ্রামের ঢাকি অনিল,অরুণ,তপন,কচি রুইদাসের মতো আরও অনেকেই।