বর্ষায় চুল পড়ার সমস্যা? যত্ন নিন এইভাবে

author-image
Harmeet
New Update
বর্ষায় চুল পড়ার সমস্যা? যত্ন নিন এইভাবে

নিজস্ব সংবাদদাতাঃ সারা বছর কমবেশি সকলেরই চুল ওঠে। তবে বর্ষাকাল এলেই সেই চুল ওঠার পরিমানটা বেড়ে যায় কয়েকগুণ। তাই বর্ষাকালে চুলের নিতে হয় বিশেষ যত্ন। দেখুন কীভাবে বর্ষাকালে চুলের যত্ন নেবেন।

১) ওয়েল ম্যাসাজ – সপ্তাহে অন্তত দুবার চুলে ওয়েল ম্যাসাজ করুন। আর তার জন্যে অলিভ ওয়েল সবচেয়ে উপকারি। শ্যাম্পু করার ২-৩ ঘণ্টা আগে ভাল করে চুলে তেল দিয়ে ম্যাসেজ করুন।

২) ডিম এবং মধুর প্যাক বানিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৩) বর্ষায় চুলে অ্যালোভেরা ব্যবহার করুন।