সঙ্গীকে এই উপায়ে করুন 'টার্ন অন'

author-image
Harmeet
New Update
সঙ্গীকে এই উপায়ে করুন 'টার্ন অন'



নিজস্ব সংবাদদাতাঃ
অনেকেই আছেন যারা বুঝতে পারেন না যে বিছানায় গভীর মিলনে লিপ্ত হওয়ার আগে সঙ্গীকে কীভাবে 'টার্ন অন' করতে হয়। আপনিও যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটি। বিশেষজ্ঞদের মতে, পুরুষ হোক বা মহিলা, সঙ্গীর সঙ্গে একটু দুষ্টুমি ভরা কথা বার্তা বলুন। বিভিন্ন পজিশন সম্পর্কে কথা বলুন। শুধু তাই নয়, আপনি যৌনতা সম্পর্কে কী কী ফ্যান্টাসি ভেবে রেখেছেন সেটাও সঙ্গীর সঙ্গে ভাগ করে নিন। সঙ্গীকে জড়িয়ে আলিঙ্গন করুন, চুম্বন দিন শরীরের একাধিক স্থানে। সেইসঙ্গে অবশ্যই আপনার সঙ্গীকে জিজ্ঞাসা করুন যে সে কী চায়।