মিলনের সময়ে দূরে রাখুন 'ডমিনেটিং' স্বভাব

author-image
Harmeet
New Update
মিলনের সময়ে দূরে রাখুন 'ডমিনেটিং' স্বভাব



নিজস্ব সংবাদদাতাঃ
মিলনের সময়ে অনেক যুগলেরই অভিযোগ থাকে যে পার্টনার 'ডমিনেটিং' স্বভাবের। বেশ কয়েকটি সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। পার্টনারের এই বিশেষ স্বভাবের জন্য অনেকেই আছেন যারা মিলনের ইচ্ছাটা ধীরে ধীরে হারিয়ে ফেলেন। ফলে স্বাভাবিক যৌন জীবন চাইলে অবশ্যই দুজনকে সমান সম্মত এবং সমানভাবে অ্যাক্টিভ থাকতে হবে। তাহলেই সম্পূর্ণ আনন্দ উপভোগ করা যাবে। আর এটার জন্য পার্টনারের সাথে এ বিষয়ে খোলাখুলি কথা বলা খুব জরুরি। পার্টনারকে জানান যে 'ডমিনেটিং' রাখা ভালো জিনিস নয়।