শিবরাত্রি কেন পালন করা হয় জানেন?

author-image
Harmeet
New Update
শিবরাত্রি কেন পালন করা হয় জানেন?

নিজস্ব সংবাদদাতা : শিবরাত্রিতে উপবাস করে রাতভর আরাধনা করা হয় মহাদেবের। এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে তাঁর অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে মহাদেব আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ, শান্তি ও ঐশ্বর্য দান করেন।হিন্দু ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয়। 



যদিও হিন্দু ক্যালেন্ডার অনুসারে, প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও পুজো করা হয়, তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথিকে মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। মহাশিবরাত্রিতে শিবলিঙ্গের জলাভিষেক করা হয় আচার মেনে।