তুর্কি গ্যাস টার্মিনাল ব্যবহারে বুলগেরিয়ার চুক্তি স্বাক্ষর

author-image
Harmeet
New Update
তুর্কি গ্যাস টার্মিনাল ব্যবহারে বুলগেরিয়ার চুক্তি স্বাক্ষর

নিজস্ব সংবাদদাতাঃ তুর্কি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল এবং ট্রানজিট নেটওয়ার্ক ব্যবহারের জন্য তুরস্কের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে বুলগেরিয়া। এই চুক্তির ফলে বুলগেরিয়া রুশ জ্বালানির বিকল্প সরবরাহ সংগ্রহ করতে পারবে। বুলগেরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর বুলগার গ্যাস ও তুরস্কের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি বোটাস-এর মধ্যে এই স্বাক্ষর হয়েছে। এর আওতায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য বুলগেরিয়া প্রতিবেশী তুরস্কের গ্যাস টার্মিনালে এলএনজি খালাস এবং পরে গ্যাস পরিবহনের জন্য বোটাস-এর নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে।