নিজস্ব সংবাদদাতাঃ আরও এক বছর বিনামূল্যে রেশন পাবে ৮১ কোটি ৩৫ লক্ষ ভারতবাসী, বড় ঘোষণা কেন্দ্রের। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে গোটা বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা সুবিধাভোগীদের।আগে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় শস্য কেনার জন্য সামান্য হলেও টাকা দিতে হত গ্রাহকদের। কেজি প্রতি চালের দাম দিতে হত ৩ টাকা করে। কেজি প্রতি গমের জন্য দু’টাকা করে দাম দিতে হত। অন্যান্য খাদ্যশস্যের জন্য সামান্য হলেও মূল্য দিতে হত গ্রাহকদের। এবার সেইসব গ্রাহকদের আর কোনও টাকা দিতে হবে না। এই খাদ্যশস্য আগামী এক বছরের জন্য পুরোপুরি বিনামূল্যে দেবে কেন্দ্র। এর জন্য সরকারের ব্যয় হবে প্রায় ২ লক্ষ কোটি টাকা। পুরো খরচই বহন করবে কেন্দ্র। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল।