New Update
দিগ্বিজয় মাহালী, খড়গপুর : ১১ বছর ৬ মাসে বহু কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ বিদায় সংবর্ধনা দেওয়া হল "ব্রুটার্স"(BRUTUS)কে l খড়গপুর রেলওয়ে আরপিএফ ডগ স্কোয়াডের স্পেশাল ডগ ব্রুটাসের এবার শুরু হল অবসর বিনোদনের পালা। খড়গপুর শহরের রেলের ডগ স্কোয়াডের অফিসে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। প্রয়োজনীয় স্পেশাল ট্রেনিং এর কলাকৌশল সহযোগে উপস্থিত রেলওয়ে আধিকারিক ও ট্রেনারকে সম্মানিত করা হল।
এরপর দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ ফুলের মালা দিয়ে ব্রুটার্সকে সম্মানিত করেন উপস্থিত রেলওয়ে আধিকারিকেরা। অবসরের জন্য সংবর্ধনা দিতে আমরা দেখেছি মানুষকে। কিন্তু খড়গপুরের রেলওয়ে আরপিএফ ডগ স্কোয়াডের পক্ষ থেকে জেলায় এই প্রথম কোনও ডগ অর্থাৎ কুকুরকে দেওয়া হল সংবর্ধনা। তবে এই সংবর্ধনা প্রথম হলেও এরপরে রেলওয়ে আরপিএফ ডগ স্কোয়াডে থাকা অন্যান্য ডগ অর্থাৎ কুকুরদেরকেও পরবর্তী ক্ষেত্রে এইভাবে সংবর্ধনা দেবেন বলে জানালেন রেলওয়ে আধিকারিকরা। সিনিয়ার সিকিউরিটি কমিশনার সি.এন. তিওয়ারি মঙ্গলবার রাতে অবসরকালীন সংবর্ধনা দিয়ে স্থানীয় এক ব্যক্তির হাতে তুলে দেওয়া হলো খড়গপুর রেলওয়ে আরপিএফ ডগ স্কোয়ার্ডের স্পেশাল ডগ ব্রুটাসকে।
latestnews
bengalinews
breakingnews
importantnews
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
DOGSQUAD
brutus
anmnews
rpf
news
bengal
india
farewell
kharagpur