নিজস্ব সংবাদদাতা- কালিপুজোর কথা মনে পড়লেই আগে মনে পড়ে বারাসাতের কথা। সারা বারাসাত জুড়েই বহু কালিপুজো হয়ে থাকে। দুর্গাপুজোর মতোই সমান উত্তেজনা হয়ে থাকে এই কালিপুজোতে। সেরকমই এক পুজো মন্ডপ হল কে. এন. সি. রেজিমেন্ট। এবছর তাদের এই পুজো ৬৩ বছরে পদার্পন করল।
আর এবার তাদের থিম হল " আলোর খেলায় ভিশাক মেলা । " তাদের এই ভাবনার নেপথ্যে রয়েছে ' অন্ধকার থেকে উৎসারিত আলো '। আসলে চলতি বছরে শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ভাবনা। " ভিশাক মেলা " আসলে শ্রীলঙ্কায় বুদ্ধ পূর্ণিমায় পালন করা হয়। তাদের অর্থাভাব থেকে মুক্তি দিতে প্রচারের আলোয় তাদের আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।