নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির তরফে এল বিশেষ প্রতিক্রিয়া। "যদি রাশিয়া এখন হঠাৎ করে পূর্ণ এবং নিঃশর্ত নীরবতার একটি শর্তে জড়িত হতে প্রস্তুত হয়, তাহলে ইউক্রেন সেই অনুযায়ী কাজ করবে - রাশিয়ার পদক্ষেপের প্রতিফলন," তিনি বলেন।
আমরা শীঘ্রই এই বিষয়ে আরও তথ্য আপনাদের সামনে তুলে ধরব।
/anm-bengali/media/media_files/qlGIcyfrEGfuIW9JmmkP.webp)