নিজস্ব সংবাদদাতাঃ পট্যাটো মিল্ক স্বাস্থ্যের জন্যে ভীষণই উপকারি একটা খাদ্য। বাড়িতেই সহজে বানিয়ে ফেলা যায় এই দুধ। প্রয়োজন কেবল একটি আলু, তিন কাপ জল, ভ্যানিলা এসেন্স, কয়েকটা আলমন্ড, দুচামচ মধু এবং এক চিমটে নুন। সবকটি উপাদান মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিন। ব্যাস তাহলেই তৈরি আপনার হোম মেড পট্যাটো মিল্ক। এনার্জি ড্রিঙ্ক হিসাবে এটি ভীষণ স্বাস্থ্যকর।