দিগ্বিজয় মাহালী, চন্দ্রকোনা : চন্দ্রকোনা মিলন মেলা কমিটির ষষ্ঠ তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজো সম্পন্ন হল সুরেরহাট মাঠে।মঙ্গলবার চন্দ্রকোনা পৌরসভার ৯ নং ওয়ার্ড সুরেরহাট মাঠে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে খুঁটি পুজোর আয়োজন করে চন্দ্রকোনা মিলন মেলা কমিটি।এবছর এই পুজো কমিটির জগদ্ধাত্রী পুজো ৬ তম বর্ষে পা রাখছে,প্রতিবছরই জাঁকজমকপূর্ণ ভাবে থিমের পুজোর আয়োজন করেন উদ্যোক্তারা।এবছর তাদের জগদ্ধাত্রী পুজোর থিমে তুলে ধরা হবে বাঁকুড়ার বিলুপ্ত প্রায় ডোকরা শিল্পকে,মন্ডপসজ্জা থেকে প্রতিমা ডোকরা দিয়ে গড়ে তোলা হবে।
চন্দ্রকোনায় প্রথম বিগ বাজেটের থিমের জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে চন্দ্রকোনা মিলন মেলা কমিটি, এবছরও পুজোকে ঘিরে বিপুল আয়োজন থাকছে বলে জানান উদ্যোক্তারা। খুঁটি পুজোর মধ্যে দিয়ে আজ থেকেই জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে বলে জানান পুজো কমিটির সভাপতি তথা চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধারা।খুঁটি পুজোয় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলর ও অন্যান্যরা।