খুঁটি পুজো দিয়ে শুরু হল কালীপুজোর প্রস্তুতি

author-image
Harmeet
New Update
খুঁটি পুজো দিয়ে শুরু হল কালীপুজোর প্রস্তুতি

সুমিত ঘোষ, মালদা : মালদা শহরের পুরনো সার্বজনীন কালী পূজাগুলির মধ্যে অন্যতম ঝলঝলিয়া যুবকবৃন্দ। একসময় গৌড়বঙ্গের সবচেয়ে বড় সর্বজনীন কালী পুজো ছিল এটি। শুধু মালদা ও নয় দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসতেন এই কালীপুজোর উৎসব দেখতে, ঝলঝলিয়া যুবকবৃন্দ কালীপুজো প্রথম থেকেই বিশাল থিম আলো ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করা হয়ে থাকে। প্রতিবছর মুম্বাইয়ের সিনেমা আর্টিস থেকে বিখ্যাত গায়ক, অভিনেতা-অভিনেত্রীরা আসতেন এই পুজোয়। 

মালদা জেলার বিখ্যাত কালী পুজো ছিল এটি। তবে মাঝে বিভিন্ন কারণে পুজোটি ছোট হতে থাকে। চলতি বছর থেকে আবার ধুমধাম এর সাথে পুজো করার উদ্যোগ নিলেন এলাকার কাউন্সিলর ও ক্লাবের সদস্যরা। এ বছর আবার বিশাল আকারে পূজো হবে ঝলঝলিয়া যুবকবৃন্দ কালীপুজো। তার আগে শুরু হয়েছে প্রস্তুতি। সোমবার খুঁটি পূজার মধ্য দিয়ে সূচনা হলো। কালী পূজার প্রস্তুতি শুরু করলেন উদ্যোক্তারা।