জেনে নিন ভাইফোঁটার দিনক্ষণ

author-image
Harmeet
New Update
জেনে নিন ভাইফোঁটার দিনক্ষণ

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পর বাঙালির আরেক পার্বণের নাম হল ভাইফোঁটা। দিদি বা বোনেরা মঙ্গল কামনা করে ফোঁটা দেয় তাদের ভাই কিংবা দাদাদের কপালে। ২০২২-এ ভাইফোঁটা পালিত হবে ২৬ অক্টোবর, বৃহস্পতিবার। নিয়ম অনুযায়ী কেউ প্রতিপদে ফোঁটা দিয়ে থাকেন, কেউ বা আবার দ্বিতীয়ায় ভাইদের ফোঁটা দেন। দেখে নিন এ বছরের নির্ঘণ্ট।


২৬ অক্টোবর দুপুর ২টো বেজে ৪২ মিনিটে দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে। থাকবে ২৭ অক্টোবর দুপুর ১২টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত। তাই এ বছর ২৬ এবং ২৭ অক্টোবর, দুই দিনই ভাইফোঁটা পালন করা যাবে। তবে ২৬ অক্টোবর দ্বিতীয় তিথি শুরু হওয়ার পরই ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার আদর্শ সময় বলেই মনে করা হচ্ছে। ভাইফোঁটার অপরাহ্ণ কাল ২৬ অক্টোবর দুপুর ১টা বেজে ১২ মিনিট থেকে ৩টে বেজে ২৭ মিনিট পর্যন্ত।