কুমারী পুজো দিয়েই শুরু নবমীর পুজো

author-image
Harmeet
New Update
কুমারী পুজো দিয়েই শুরু নবমীর পুজো

হরি ঘোষ, অন্ডাল : মহানবমীর দিন কুমারী পুজো দিয়েই শুরু নবমীর পুজো।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজোয় মহানবমীর দিন কুমারী পূজার প্রথা রয়েছে। অন্ডালের সংঘর্ষি দক্ষিণপল্লী সর্বজনীন দুর্গাপূজা কমিটির পুরোহিত স্বপন কুমার চ্যাটার্জি জানান, 'এই কুমারী পুজোর প্রথা প্রথম বেলুড়মঠে শুরু হয়। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এই প্রথা।'


তিনি বলেন, 'মা দুর্গার পূজা তো আমরা সবাই করি মৃন্ময়ী রূপে। তবে কুমারী পুজোর মাধ্যমে জীবন্ত দুর্গাকে চিন্ময়ী রূপে পূজা করার মাধ্যমে যে শক্তি আছে সেটা আর কোথাও পাওয়া যায় না। এই পুজো যারা করেন এবং যারা শোনেন মায়ের কৃপা থাকে তাদের উপর ।' তাই প্রথা মতোই নির্দিষ্ট সময়ে শুরু হল কুমারী পুজো । এর জন্যই ব্যস্ত খনি অঞ্চলের বিভিন্ন সাবেকি দুর্গা মন্দির থেকে শুরু করে সর্বজনিন পূজা মন্ডপ। আর এই কুমারী পুজো দেখতে প্রচুর মানুষ পূজা মণ্ডপে ভিড় করেছেন সকাল থেকেই । কুমারী পূজার চিত্র ধরা পড়ল অন্ডালের সংঘশ্রী দক্ষিণপল্লী সর্বজনীন দূর্গাপূজা কমিটির পুজোয় ।