নিজস্ব সংবাদদাতা : থিম পুজোয় প্রতিবছর নতুন ভাবনা ফুটে ওঠে। কিন্তু প্রথম পুজোয় তাক লাগাতে গিয়েই বিতর্কের মুখে পড়েছে কসবায়, রবি পার্ক মোড়ে আয়োজিত অখিল ভারতীয় হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ শাখার পুজো। এমনকি অখিল ভারতীয় হিন্দু মহাসভার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। বিতর্কের সূত্রপাত, অসুরের স্থানে গান্ধীমূর্তি নিয়ে। দেবী দুর্গার পায়ের সামনে অসুর নয়, অবস্তান করছেন জাতির জনক মহাত্মা গান্ধী। তার বুকেই ত্রিশূল বিঁধছে। তাকেই বধ করছেন মা। এমনই ভাবমূর্তি ফুটিয়ে তুলেছে পুজো উদ্যোক্তারা। যা নিয়ে ঝড় উঠেছে সব মহলে।
গান্ধী জয়ন্তীর দিন বিষয়টি তুমুল আলোড়ন ফেলেছে। এছাড়াও পুজোর মণ্ডপে রয়েছে নাথুরাম গডসের ছবি। অভিযোগ দায়ের হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। জানা গিয়েছে, সপ্তমীর রাতে ওই মূর্তির আদল একটু পাল্টে দেওয়া হয়। অসুরের মূর্তিতে গোঁফ বসানো হয়। মাথায় চুল লাগানো হয়। যাতে কোনও মতেই মহাত্মা গান্ধীর মতো না লাগে। যদিও এ বিষয়ে এখনও পারদ চড়ছে।