দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর : হাতে মাত্র দুদিন। এরপর দুর্গা পুজোতে মেতে উঠবে মানুষজন। এই পুজোকে ঘিরেই এখন চারদিকে সাজো সাজো রব। পুজো কমিটিগুলি শেষ প্রস্তুতি চালাচ্ছে। তবে মেদিনীপুর শহরের শেষ সংলগ্ন এলাকায় মোহনপুর মাতকাতপুর দুর্গোৎসব কমিটির এবারে নয়-নয়টি দুর্গাকে এনে চমক দিতে চাইছেন। কথিত আছে পুরা কালে দেবী দুর্গা,তার নটি রুপ ধরে বিভিন্নভাবে আবির্ভূত হয়েছেন এবং সেই ভাবেই তিনি প্রচলিত রয়েছেন বাঙালির হৃদয়ে। দেবীর এই নয়টি রূপ হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। প্রতিটি রূপকেই নিজস্বতায় ভরিয়ে দিয়েছে শিল্পীগণ এবং তাই এবারে এই মাতকাতপুরে এই নয়টি দুর্গার রূপ সঙ্গে মা দুর্গা কে নিয়েই হাজির হচ্ছেন কমিটির লোকজন। প্রায় ৮ লাখ টাকা বাজেটে এই মন্ডপ এবং প্রতিমা সেজে উঠতে চলেছে। দুদিন পরই খুলে দেওয়া হবে মন্ডপ দর্শকদের জন্য।এখন শেষ প্রস্তুতি চলছে শিল্পীর তুলির টানে।অন্যদিকে মন্ডপ শয্যার কাজ চলছে জোর কদমে। দিনের পাশাপাশি গভীর রাত পর্যন্ত মন্ডপের বাঁশ বেঁধে তৈরি করে ফেলা হচ্ছে এই মন্ডপ।তবে, এ বিষয়ে পুজো কমিটির সম্পাদক মধুসূদন পলমল বলেন, 'জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে কোথাও মায়ের এরকম নয়টি রূপ দেখা যায়নি।তাই আমাদের এই আদিবাসী,সংখ্যালঘু অধ্যুষিত এই মন্ডপে মায়ের নয়টি রূপকে তুলে ধরা হয়েছে। এর সঙ্গে মা দেবী দুর্গা মহিষাসুরকে বধ করবে এই মন্ডপে।নানা রূপে আবির্ভূত হবেন এই মন্ডপে।আমরা পঞ্চমী থেকে মন্ডপ খুলে দেব দর্শকদের জন্য এবং এই কটি দিন থাকবে নানা রকম সামাজিক অনুষ্ঠান যা এই অনগ্রসর মানুষের মধ্যে আনন্দ সৃষ্টি করবে।'