নিজস্ব সংবাদদাতা: জাল সোনার কয়েন বন্ধক রেখে জুয়েলার্সকে প্রতারণার ঘটনা ঘটলো মুম্বাইয়ের কুর্লা এলাকায়। এই ঘটনায় কুর্লা পুলিশ গ্রেপ্তার করেছে ৩৪ বছর বয়সী এক মহিলাকে।
অভিযোগ, জাল সোনার কয়েন বন্ধক রেখে জুয়েলার্সের কাছ থেকে নগদ সংগ্রহ করার পরে পালিয়ে যায় ধৃত মহিলা। অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি এর ৪২০, ৪৬৫, ৪৬৭ এবং ৪৭১ ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে।