বৃষ্টির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বাঘাযতীন মৈত্রী সংঘ

author-image
Harmeet
New Update
বৃষ্টির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বাঘাযতীন মৈত্রী সংঘ

নিজস্ব সংবাদদাতা- বাঙালির একটা আলাদা আবেগ হল এই দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোই হল বাঙালির সারা বছরের একমাত্র প্রতীক্ষিত উৎসব। 



আপামর বাঙালি অপেক্ষায় থাকে বছরের এই সময়ের জন্য। তবে প্ররিবছরই এই পুজোর সময়টা বৃষ্টি এসে পুজোর আনন্দকে কিছুটা স্তিমিত করে দেয়। 



তবে সেই বৃষ্টির কথা মাথায় রেখেই পুজো মন্ডপগুলিকে বৃষ্টির অনুকূলভাবে তৈরি করা হয়েছে। তার ব্যতিক্রম হয়নি বাঘাযতীন মৈত্রী সংঘের ক্ষেত্রেও। 



তাদের পুজোমন্ডপটি পুরোটাই ত্রিপল দিয়ে ঢাকা। দর্শনার্থীদের জন্য মন্ডপটির খোলা দিকটিও বৃষ্টির জন্য ত্রিপল দিয়ে ঢাকা। বাঘাযতীন মৈত্রী সংঘের পুজোটির উদ্বোধন হবে ২৮ শে সেপ্টেম্বর অর্থাৎ তৃতীয়ার দিন।