নিজস্ব সংবাদদাতা : আমাদের দেশ ভারতবর্ষ সর্ব ধর্ম সমন্বয়ের দেশ। এদেশে সব ধর্মের মানুষই মিলে মিশে বাস করে থাকে। কিন্তু প্রতি ধর্মেই রয়েছে মৌলবাদীরা, যারা এক শ্রেমীকে বিপথে চালিত করার চেষ্টা করে। তাদের পাতা ফাঁদে পা দিয়ে কখনও আমরা বিপথগামী হইও। হুঁশ ফিরলে আবার পথ বদলানোর চেষ্টা করি। এরকম পরিস্থিতিকেই পুজোর থিম হিসেবে ব্যব হার করছে বোসপুকুর তালবাগান পুজো কমিটি। এবছর তাদের থিম অবরুদ্ধ। এককথায় বলা যেতে পারে, বিপথে যাওয়া আটকাতে মা দুর্গার শরণাপন্ন হওয়া।
অভিনব থিমের সঙ্গে সাযুজ্য রেখে গড়ে উঠেছে মণ্ডপ। তবে আরো একটি অভিনব বিষয় হল, একটা নয়, দুটো নয়, অসুরের সংখ্যা ৪। হিন্দু, মুসলিম,খৃষ্টান, জৈন ধর্মের মৌলবাদীদের প্রতীক হিসেবে স্থাপন করা হয়েছে চারটি অসুরকে। সেই অসুর বধ করেই দেবী দুর্গা আমাদরে পথ দেখাবেন বলে বিশ্বাসী এই পুজো কমিটি।