কলকাতায় আজ রোদের রাজত্ব, তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ ডিগ্রি!
ভ্রমণ, সম্পর্ক ও সরকারি সুযোগ—কর্কট রাশির জাতকদের আজকের দিন কেমন কাটবে?
আজ কারা হবেন ভাগ্যবান? দেখে নিন সিংহ থেকে বৃশ্চিক রাশির রাশিফল
রাশির পালা বদলাচ্ছে আজ, মকর-কুম্ভ-মীনের জন্য সময় কেমন?
চীনকে পাশ কাটিয়ে রফতানি, চার দেশের সোলার প্যানেলে কড়া শুল্ক বসাল আমেরিকা
ইউক্রেন ইস্যুতে নতুন মোড়? আলোচনায় আগ্রহী পুতিন, সক্রিয় স্টারমার ও জেলেনস্কি
রাশিয়ার শক্তিশালী পদক্ষেপ: ব্ল্যাক সি-তে ৬টি মিসাইল ক্যারিয়ার ও ৪৬টি কালিব্র মিসাইল
পোপের শেষকৃত্য অনুষ্ঠানে রোমে যাচ্ছেন ট্রাম্প ও মেলানিয়া
বাণিজ্য উত্তেজনার মাঝে চীনের উদ্দেশ্যে ছাড়া বোয়িংয়ের বিমান মাঝপথেই ফিরল আমেরিকায়

কেন তর্পণ করা হয়?

author-image
Harmeet
New Update
কেন তর্পণ করা হয়?

নিজস্ব সংবাদদাতাঃ  দাতা কর্ণের আত্মা স্বর্গে অবস্থান কালে তাকে স্বর্ণ এবং রত্নাদি প্রদান করা হয় খাবার হিসাবে। এই প্রকার কার্যের কারণ জানতে চান কর্ণ, তাকে বলা হয় দাতা কর্ণ সারা জীবন স্বর্ণ এবং রত্ন দান করে গিয়েছেন। পিতৃপুরুষের উদ্দেশে খাদ্য বা জল দান করেননি। সে কারনেই তাঁকে স্বর্গে খাদ্যের পরিবর্তে স্বর্ণ এবং রত্ন খাদ্য হিসাবে দেওয়া হচ্ছে। কর্ণ স্বীকার করেন পিতা এবং পিতৃপুরুষের সম্বন্ধে তিনি অবহিত ছিলেন না।



পিতৃপুরুষের সম্বন্ধে তাঁর মা যুদ্ধের পূর্ব রাত্রে তাঁকে অবহিত করেন। পিতৃপুরুষের উদ্দেশে খাদ্যদ্রব্য এবং জল প্রদান না করা তার অনিচ্ছাকৃত ভুল। ভুল সংশোধনের ইচ্ছা প্রকাশ করলে দেবরাজ ইন্দ্র (মতান্তরে যম) কর্ণকে ১৬ দিনের জন্য মর্তে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশে অন্ন এবং জল দানের অনুমতি প্রদান করেন। এই ১৬ দিন পিতৃপক্ষ। ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপদ হইতে অমাবস্যা তিথি পর্যন্ত পিতৃপক্ষ।