বেলেঘাটার 'চুপকথা'র প্রসংসায় চিনা কনসুল ঝা লিউ

author-image
Harmeet
New Update
বেলেঘাটার 'চুপকথা'র প্রসংসায় চিনা কনসুল ঝা লিউ

নিজস্ব সংবাদদাতা- বেলেঘাটা ৩৩ পল্লীর '' চুপকথা '' তৈরি হয়েছে এবার সম্পূর্ণভাবে আয়রন তথা লোহা দিয়ে।



 চিনা কনসাল জেনারেল ঝা লিউ এই নিয়ে পুজো উদ্যোগতাদের প্রশ্ন করে যে এত টাকা ব্যয় করে এত পরিমাণ লোহা এখানে ব্যবহার করা হয়েছে তার পুনরায় ব্যবহার করা যাবে কিনা। 



উত্তরে তারা জানান, যে এই লোহা 'স্ক্র্যাপ' হিসেবে বিক্রি করা হবে। তাছাড়া, লোহাগুলো গলিয়ে আবার তা থেকে জিনিস তৈরি করা সম্ভব।



 অর্থাৎ সম্পদ যাতে নষ্ট না হয় তা দিয়ে যেন আবার অন্য কাজ করা সম্ভব হয়। 



চিনা কনসুল পুজো উদ্যোগতাদের এই কথাতে আশ্বস্ত হয়েছেন এবং তাদের এই ভাবনার জন্য তাদের প্রসংসাও করেছেন। 



তিনি ভারত- চিন মৈত্রী সম্পর্কের কথাও বিশেষ ভাবে উল্লেখ করেছেন।