'বেলুর মঠে মা চণ্ডী', সৌজন্যে 'বাজে প্রতাপপুর শিবতলা বারোয়ারি'

author-image
Harmeet
New Update
'বেলুর মঠে মা চণ্ডী', সৌজন্যে 'বাজে প্রতাপপুর শিবতলা বারোয়ারি'

নিজস্ব সংবাদদাতা : হাওড়া পেরিয়ে বেলুর মঠ এবছর বর্ধমান উত্তরে। সৌজন্যে বাজে প্রতাপপুর শিবতলা বারোয়ারি দুর্গোৎসব পুজো কমিটি। সাবেকি ঘরানার এই পুজো কমিটির পুজোর এবছর ৪৪তম বর্ষ। বাজেট আনুমানিক সাড়ে ৩ লক্ষ টাকা। মণ্ডপ গড়ে উঠছে বেলুর মঠের আদলে। প্রতিমা সজ্জায় হুগলির সোমরা বাজারের তরুণ শিল্পী অভিজিত রায়। দুর্গা প্রতিমাতে থাকছে বিশেষ আকর্ষণ। রামায়ণের কাহিনী বর্নিত রয়েছে প্রতিমায়।

ঝাঁ চকচকে থিম পুজোর ভিড়ে আজও সাবেকিয়ানা বজায় রেখেছেন পুজো উদ্যোক্তারা। রামকৃষ্ণ মঠের মহারাজ অগ্গানন্দজীর উপস্থিতিতে পঞ্চমীতে হবে পুজোর উদ্বোধন। পুজোর দিনগুলিতে বিশেষ কর্মসূচির মধ্যে একদিন ভোগ বিতরণ ও একদিন গরীব দুঃস্থদের বস্ত্র বিতরণের মতো সামাজিক কার্যকলাপও রয়েছে।