এবার পুজো অন্যরকম, মণ্ডপে মণ্ডপে বিশেষ প্রদর্শনীর আয়োজন

author-image
Harmeet
New Update
এবার পুজো অন্যরকম, মণ্ডপে মণ্ডপে বিশেষ প্রদর্শনীর আয়োজন

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের দুর্গা পুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো যা বাংলার মুকুটে এক নয়া পালকের সংযোজন ঘটিয়েছে। ইতিমধ্যেই ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়েছে। পদযাত্রায় অংশ নিয়েছিলেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোভাযাত্রায় ফুটে উঠেছে বাংলার সংস্কৃতি। তারপর থেকে পুজোর দিনগুলো যেন আরো কাছে চলে এসেছে।

এবছর উপরি পাওনা, মণ্ডপে মণ্ডপে নৈশ প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরা।মূলত, ইউনেস্কোর তরফেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । হাত মিলিয়েছে ব্রিটিশ কাউন্সিল । সহযোগিতা করছে রাজ্য সরকার। এই প্রাক-পুজো অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘দুর্গাপূজা আর্ট প্রিভিউ শো’।রাতের অন্ধকারে 'দুর্গাপুজো শিল্প'-কে মেলে ধরা হবে । ২২, ২৩, ২৪ সেপ্টেম্বর নৈশ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । ২২টি পুজোকে বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে হরিদেবপুরের বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিকও। এক পুজো উদ্যোক্তাদের কথায়, বিষয়টি তাদের কাছে খুবই গর্বের। এবছরের পুজো তাই স্পেশাল, অন্যান্যবারের তুলনায় তাই অন্যরকম।