করোনা সুরক্ষায় মণ্ডপ খোলামেলা, ভাবাচ্ছে বৃষ্টির ভ্রুকুটি

author-image
Harmeet
New Update
করোনা সুরক্ষায় মণ্ডপ খোলামেলা, ভাবাচ্ছে বৃষ্টির ভ্রুকুটি

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজো চলেই এল। চারিদিকে উৎসবের আমেজ। মণ্ডপ ও প্রতিমা শিল্পীদের কাজও প্রায় শেষের পথে। ধুমধামের সহিত এবছর দুর্গাপুজো হলেও করোনা যে রাজ্য থেকে সম্পূর্ণরূপে বিদায় নেয়নি সেদিকটাও মাথায় রয়েছে পুজো উদ্যোক্তাদের। করোনা সুরক্ষায় তাই খোলা মেলা মণ্ডপেই ভরসা রাখছেন হরিদেবপুরের বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো উদ্যোক্তারা। 

লাইট টেস্ট বাকি থাকলেও জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চালার কাজ শেষ হওয়ার পর খুলে দেওয়া হয়েছে ছাউনি। এদিকে নিম্নচাপে ভর করে যখন তখন এসে পড়ছে বৃষ্টি। কাজে বাধা সৃষ্টি হলেও তা সামলে নেওয়া গিয়েছে। বড় কোনো বাধা সৃষ্টি হয়নি। তার ওপর মণ্ডপ খোলা হওয়ায় পুজোয় বৃষ্টি হলে মাটি হবে দর্শনার্থীদের প্রতিমা দর্শন। তবে পুজোর কটাদিন বৃষ্টি হবে না বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা।